গতকাল সোমবার পাকিস্তান পেশোয়ারের পুলিশ লাইনস এলাকার একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। উদ্ধার অভিযান শেষে এই ঘটনায় এখন পর্যন্ত ইমামসহ মৃত্যু হয়েছে ৯৫ জনের। আহত হয়ে আশেপাশের বিভিন্ন হাসপাতালে আছেন আরও ৫২ জন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) উদ্ধার অভিযান শেষে এই তথ্য জানিয়েছে দেশটির পুলিশ বাহিনীর উচ্চপদস্ত কর্মকর্তা কাশিফ আফতাব আব্বাসি।
পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মুহাম্মাদ আসিম বলেছেন, ৫২ জন হাসপাতালে ভর্তি আছে। যাদের মধ্যে ৬ জনের অবস্থা বেশ আশঙ্কাজনক। নিহতদের অধিকাংশই পুলিশ কর্মকর্তা।
সূত্র : আল-জাজিরা