আব্দুল জব্বার মাহমুদী, মাগুরা জেলা প্রতিনিধি: মাগুরা শহরের ভায়না গ্রামের মুন্সী পাড়ায় গতকাল বটি দিয়ে কুপিয়ে ফাতেমা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে নির্মমভাবে খুন করা হয়েছে।
তিনি মাগুরা জজ আদালতের ভেন্ডার ওয়াহিদুজ্জামান অনু মুন্সির দ্বিতীয় পক্ষের স্ত্রী।
মঙ্গলবার দুপুরে ফাতেমা বেগম বাড়িতে একাকি ছিলেন। এমন সময় হাত ও গলা কেটে তাকে হত্যা করা হয়। বিকালে এলাকাবাসির কাছ থেকে খবর পেয়ে মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
সদর থানা পুলিশ সন্ধ্যার পর লাশটি উদ্ধার করেছে। পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মাগুরা পুলিশ সুপার জহিরুল ইসলাম জানিয়েছেন, ইতোমধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে সিআইডিসহ পুলিশের বিভিন্ন বিভাগ কাজ শুরু করেছে।
আজ (বুধবার) সকালে সৎ মা ফাতেমা খাতুনকে হত্যার অভিযোগে পুত্র ফয়সাল কে পুলিশ গ্রেপ্তার করেছে।
1 thought on “মাগুরায় গৃহবধূর গলা ও হাতের কবজি কাটা লাশ উদ্ধার”
এহেন কর্মকান্ড থেকে জাতি কে মাহফূজ রাখো মাওলা, 🤲