লালমনিরহাটের আদিতমারী উপজেলার সীমান্ত থেকে শেরু মিয়া (৪৭) নামের ভারতীয় এক নাগরিকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি ভারতের কুচবিহার জেলার দীনহাটা থানার হরিরহাট এলাকায়।
রোববার (১০ এপ্রিল) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের পার্শ্ববর্তী সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জানা যায়, রোববার সকাল ৮টার দিকে দুর্গাপুরের ওই এলাকায় লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে বিষয়টি বিজিবি ও আদিতমারী থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে বিজিবি ও আদিতমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করে।
নিহত শেরু মিয়া ভারতীয় নাগরিক এবং তিনি গরু পারাপারের সঙ্গে যুক্ত। গরু নিয়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে বাংলাদেশে পার হওয়ার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। বাংলাদেশি ভেবে ভারতীয় বিএসএফ গুলি করে তাকে হত্যা করেছে বলে ধারণা এলাকাবাসীর।






