শিপার মাহমুদ– বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উত্তরা পশ্চিম জোন-এর জনসভা অনুষ্ঠিত হয়েছে। উত্তরায় দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, পুলিশের গুলিতে নূরে আলম, আব্দুর রহিম ও শাওনের হত্যার প্রতিবাদ এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ জনসভা করা হয়।
মঙ্গলবার বিকাল ৩টায় উত্তরা ১০নং সেক্টরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আমিনুল হকের সঞ্চালনায় এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন।
জনসভায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে বলেন, আওয়ামী লীগ সরকার গণতন্ত্রে বিশ্বাসী নয়, তারা এদেশের জনগণকে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকার বিদেশী শক্তির সাহায্য নিয়ে আবার ক্ষমতায় আসার চেষ্ঠা করছে বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন, আমরা (বিএনপি) বেশিদিন আন্দোলন করিনাই, এরইমধ্যে আমাদের তিন সন্তান মায়ের বুক খালি করে চলে গেছে। এর জবাব কে দিবে? আওয়ামী লীগকে উদ্দেশ্য করে টুকু বলেন, প্রত্যেকবার ২০০৮ সাল হবে না, ২০১৪ সাল এবং ২০১৮ সাল হবে না। আগামী ২৩ সালে আমরা হয়ত মরবো, নাহয় গণতন্ত্রকে উদ্ধার করবো।
এসময় জনসভায় বিএনপি নেতা তাবিথ আওয়াল, ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান সেগুন, এম কফিল উদ্দিন আহম্মেদ, যুবদল নেতা এসএম জাহাঙ্গীর হোসেনসহ বিএনপির কেন্দ্রীয়, নগর, মহানগর, থানা, ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।