রবিউল ইসলাম, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লায় আগামী ২৬ নভেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে মিছিল, সভা ও লিফলেট বিতরণ করেছে জেলা ও মহানগর বিএনপি।
বুধবার নগরীর কান্দিরপাড়, রামঘাট, টমছমব্রীজ, রাজগঞ্জ এলাকায় লিফলেট বিতরণ করেন বিএনপির কেন্দ্রিয় নেতা কাউছার জামান বাপ্পি।এছাড়া বিভিন্ন স্থানে সভা করা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমীর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ভিপি জসিম উদ্দিন, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রেজাউল কাইয়ূম, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, খলিলুর রহমান বিপ্লবসহ অন্যান্য নেতাকর্মীরা।
প্রচারপত্র বিলি করার সময় কাউছার জামান বাপ্পি বলেন, সমাবেশে যোগ দিতে নেতাকর্মীরা নগরীতে আসা শুরু করছে। আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিভাগীয় গনসমাবেশ সফল করার লক্ষ্যে বিএনপির লিফলেট বিতরণ করার সময় শত শত নেতাকর্মী অংশ নেয়। বিএনপির এ সমাবেশ কুমিল্লায় স্মরণকালের মহাসমাবেশ হবে।
আর.আই/