আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
আজ (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এর ৩ নং ওয়ার্ডের বাসিন্দা বেদে সম্প্রদায়ের (বিলকিস- বাচ্চু) দম্পতির মেয়ে মরিয়ম নামের (২ বছর আনুমানিক) এক কন্যা শিশু নদীতে পড়ে গিয়েছে, এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
স্থানীয়দের তথ্য থেকে জানা যায় মরিয়ম এর মা বিলকিস ও বাবা ইজ্জত আলী (বাচ্চু) মরিয়মকে নৌকায় ঘুম পাড়িয়ে দোকানের কাছে যায়, বাজার শেষ করে এসে শোনে তাদের মরিয়ম নদীতে পড়ে গেছে। তাৎক্ষণিকভাবে তাদের মধ্যে থেকে কয়েকজন নদীর পানিতে বেশ খোজাখুজি করার পরও তাকে এখনো পাওয়া যায়নি। তারা ধারণা করছে শিশুটি নদীর পানির সাথে জলের উত্তাল স্রোতে অনেক দূরে চলে গেছে।
প্রেজেন্ট নিউজ প্রতিনিধির এক প্রশ্নের উত্তরে শিশুটির বাবা-মা বলেন, কেউ কেউ আমাদেরকে বলেছে মরিয়মকে কোনো দুষ্ট চক্র অপহরন করেছে, আবার প্রতিবেশী কয়েকজন বলেছেন এটাও হতে পারে, কিন্তু প্রত্যক্ষ সাক্ষী ৫ বছরের একজন শিশু বলেছে যে,মরিয়ম কে নদীতে পড়ে যেতে দেখেছে সে। এই বিষয়টি তাঁরা এখনো ফায়ার সার্ভিসের কোনো সহযোগিতা নেয়নি বলে জানিয়েছেন। এবং থানায়ও সাধারণ ডায়েরি (জিডি) করেনি।
আর.আই/