আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে অটোরিকশার ধাক্কায় মো. রিয়াজ উদ্দিন (২৭) নামের এক অটোরিকশা চালক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছে অটোরিকশায় থাকা আরো দুই যাত্রী। তাদের উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর ৬ নম্বর ওয়ার্ডের সাবেক মেয়র বাদল কৃষ্ণ দেবনাথের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১টার দিকে অটোরিকশার চালক রিয়াজ যাত্রী নিয়ে চরফ্যাশন সদর থেকে দক্ষিন দিকে যাচ্ছিলেন।অটোরিকশাটি ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালক গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে থাকা দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. মোরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আর.আই/