মঙ্গলবার | ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি | ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | শরৎকাল | সকাল ৮:১৮

মঙ্গলবার | ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি | ১১ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | শরৎকাল | সকাল ৮:১৮

“মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে”_প্রফেসর ড. এ. এফ. এম আওরঙ্গজেব

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram
  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৬ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৭ পূর্বাহ্ণ

নুরনবী শাওন – বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মুটিং ক্লাবের উদ্যেগে ও দৈনিক ইনফো বাংলার পৃষ্ঠপোষকতায় “DNC Anti Narcotics Legal Debate Championship-23” অনুষ্ঠিত হয়।গত ৪ই সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি ৭ই সেপ্টেম্বর পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি ঘটে।

আইন বিভাগের চেয়ারম্যান মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও বিভাগের শিক্ষিকা আসমা আল আমিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. এফ. এম আওরঙ্গজেব।
এসময় তিনি বলেন,”দেশের মোট জনসংখ্যার এক তৃতীয়ংশ যুবসমাজ।বৃহত্তর এই যুব সমাজকে মাদকের কালো ছোবল থেকে রক্ষা করতে আমাদের সকলকে সোচ্চার হতে হবে।মাদক নির্মূলে আইনের যেভাবে কঠোর প্রয়োগ করতে হবে পাশাপাশি সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি চালিয়ে যেতে হবে”।

বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের প্রাক্তন ডিন ও বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় এর আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর আবু এ.বি.এম আবু নোমান।এসময় তিনি বলেন,”মাদক একটি সামাজিক ব্যাধি হয়ে দাড়িয়েছে।দেশের সিংহভাগ যুব সমাজ এখন এতে আসক্ত হয়ে পড়েছে।আমরা যেই সোনার বাংলা বিনির্মানের স্বপ্ন দেখি তা কখনই সম্ভব হবেনা যদিনা এই যুব সমাজকে মাদকের ছোবল থেকে ফিরিয়ে আনতে পারি।আমি দৈনিক ইনফো বাংলাকে ধন্যবাদ জানাই দেশব্যাপী তাদের এই গনসচেতনা মূলক কার্যক্রমের জন্য”।

অনুষ্ঠানে বিশেষে অতিথি হিসেবে উপস্থিত থেকে দৈনিক ইনফো বাংলার পরিচালনা সম্পাদক জনাব আলী আহমেদ শাহীন বলেন ,”দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত এই দেশ।দেশপ্রেমে উদ্বুধ হয়ে যেসকল যুবক তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীন করেছে এই দেশকে,আমরা আজকের যুবসমাজ মাদক গ্রহন করে তাদের রক্তের সাথে বেঈমানি করবো না”।

এসময় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি মুটিং ক্লাবের মটারেটর জনাব রেদওয়ানুল হক সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতে মুটিং ক্লাবের উদ্যেগে আয়োজিত যেকোন প্রোগ্রামে সকলকে পাশে পাওয়ার আশাবাদ ব্যাক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক ইনফো বাংলার সহ সম্পাদক এ্যানি বিশ্বাস,আইন বিভাগের শিক্ষক জনাব আমিনুল হক সিদ্দিক সোহেল,তৌহিদুল ইসলাম সহ অনন্যরা।এবারের আয়োজনে আইন বিভাগের ১৪ টি দলের অংশগ্রহনে চ্যাম্পিয়ন হয় টিম স্টাটাস কো এবং রানার্স হন টিম এনোনিমাস।ফাইনালে সেরা বিতার্কীক হিসেবে খ্যাতি লাভ করেন টিম স্টাটাস কো এর নুরনবী শাওন এবং টুর্নামেন্টে সেরা বিতার্কীক হন একই দলের বিতার্কীক নুরুল করিম।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on pinterest
Share on telegram

Leave a Comment

এ সম্পর্কিত আরও পড়ুন

  • ফজর
  • যোহর
  • আসর
  • মাগরিব
  • এশা
  • সূর্যদয়
  • ভোর ৪:৩৬ পূর্বাহ্ণ
  • দুপুর ১১:৫৩ পূর্বাহ্ণ
  • বিকাল ১৬:১১ অপরাহ্ণ
  • সন্ধ্যা ১৭:৫৬ অপরাহ্ণ
  • রাত ১৯:০৯ অপরাহ্ণ
  • ভোর ৫:৪৭ পূর্বাহ্ণ