চট্টগ্রাম জেলা প্রতিনিধি, মুহাম্মাদ রবিউল হাসান:
আজ (০৮ ফাল্গুন ১৪২৯ বঙ্গাব্দ) ২১ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম পূর্ব জেলার প্রাণ কেন্দ্র , চন্দনাইশস্থ দোহাজারী পৌরসভাস্থ চত্বরে কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম জেলা পূর্বের বর্ণমালা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা সভাপতি মুহাম্মাদ জুনায়েদুল হক এর সভাপতিত্বে সহ-সভাপতি আরিফুল ইসলামের সঞ্চালনায় বর্ণমালা মিছিল বের হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মাদ রবিউল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাবেক সভাপতি মুহাম্মাদ মারুফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলা ভাষা আমাদের মাতৃভাষা, স্বপ্নের ভাষা, লিখার ভাষা, মায়ের কাছ থেকে পাওয়া ভাষা বাংলা, ইসলামী সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরে সর্বক্ষেত্রে বাংলার ভাষার চর্চা করে একটি আদর্শ, দায়িত্ববান গণমূখী বিজ্ঞান মনষ্ক জাতি গঠনে এগিয়ে যাই।
এতে জেলা সভাপতি মুহাম্মাদ জুনায়েদুল হক বলেন, প্রতিটি জাতির কাছে তার নিজস্ব ভাষা অতিশয় প্রিয়। জাতীর জীবনে একুশের চেতনা মাতৃভাষাকে নিজের বলে মেনে নেবার স্পৃহার কন্ঠরোধের জন্য বাঙ্গালির রক্তে সেদিন তৈরী হলো রক্ত সরোবর। সেদিন বাংলার আকাশে ভাষা শহীদের রক্তে রাঙা নবোদিত সূর্যের প্লাবণ ছুটেছে। বাংলাদেশের সবুজ দূর্বাদল উষ্ণ রক্ত মেখে বিবর্ণ হয়েছে, শ্যামল মাটি হয়েছে কালো,সুজলা নদীর রক্তের বুদবুদ নিয়ে উত্তাল হয়েছে।
শতাব্দীর ইতিহাসে অনন্য এক রক্ত ঝরার দিন বায়ান্ন। ভাষার জন্য রক্তদানের ইতিহাস গোটা বিশ্বে আর নেই।
তাই মাতৃভাষাকে যথাযথ দেশের উচ্চ মহলে গুরুত্ব দেওয়া হোক।
এতে আরও উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম জেলা [পূর্ব]-এর সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন আইমন, প্রশিক্ষণ সম্পাদক হাবিবউল্লাহ হাবিব, দাওয়া সম্পাদক মুরশেদুল ইসলাম, অর্থ ও কল্যাণ সম্পাদক আব্দুর রহিম, স্কুল ও কলেজ সম্পাদক এইচএম আবু ওমর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আইয়ুব আনছারী, সদস্য শফিউল্লাহ প্রমূখ। থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিশেষে, ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মুনাজাত পরিবেশন করেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম পূর্ব জেলার সভাপতি মাওলানা আব্দুল আজীজ।
এন.এইচ/