বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনবদ্য অবদান রাখা আলেম মুক্তিযোদ্ধা মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী ইন্তেকাল করেছেন।
মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী এর ইন্তেকালে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজী ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদ।
আজ ১৯ জানুয়ারি’২৪ শুক্রবার এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী রহ. -এর ইন্তেকালে আমরা সমব্যথী।
মাওলানা আব্দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী আল-আযহারী স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য রেখেছেন অসামান্য অবদান। তিনি গণভবন ও সচিবালয় মসজিদের ইমাম ও খতিব ছিলেন। তিনি বাংলাদেশ জমিয়াতুল মুদাররেসিনের সাবেক সভাপতি, বাংলাদেশ শিক্ষা বোর্ডের সাবেক সভাপতি এবং ইসলামিক ফাউন্ডেশনের লেখক, গবেষক ও সম্পাদক। ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড পুনর্গঠনে ভূমিকা রেখেছেন তিনি।
মরহুম দীনের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে গেছেন। তাঁর ইন্তেকালে দেশবাসী একজন দেশপ্রেমিক ও মুখলিস আলেমেদীনকে হারালো। যার অভাব অনেকদিন অনুভুত হবে। মহান আল্লাহ সুবহানাহু তায়ালা মরহুমের সকল নেক আমলকে কবুল করে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং পরিবার-পরিজনকে সবরে জামিল করার তৌফিক দিন, আমীন।