“বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ” শীর্ষক জাতীয় সেমিনার ১৯ জানুয়ারি শুক্রবার, সকাল ১০ টা থেকে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ঢাকার কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া দেশবরেণ্য শিক্ষাবিদ, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খান জাতীয় সেমিনারে সভাপতিত্ব করবেন।
জাতীয় সেমিনার সফল করার জন্য আজ ১৮ জানুয়ারী, বুধবার, কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাসির উদ্দীন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মাও. এবিএম জাকারিয়া, সেক্রেটারী জেনারেল প্রভাষক আব্দুস সবুর, মাওলানা নেসার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জাহিদ তিতুমীর, প্রশিক্ষণ সম্পাদক মহসিন ভুইঞা প্রমুখ।