সৈয়ব আহমেদ সিয়াম, চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি থেকে পদত্যাগ করেছেন দু’জন সহকারী প্রক্টর। পদত্যাগ করা দুজন সহকারী প্রক্টর হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোরশেদুল আলম ও পালি বিভাগের সহকারী অধ্যাপক অরুপ বড়ুয়া।
রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদের কাছে পদত্যাগ পত্র জমা দেন দুজন সহকারী প্রক্টর। যাদের মধ্যে ড. মোরশেদুল ইসলাম দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সোহরাওয়ার্দী হলের হাউস টিউটর পদে দায়িত্ব পালন করেছেন। পদত্যাগের বিষয়ে অধ্যাপক ড. মোরশেদুল আলম বলেন, আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর বেশি কিছু না। আমার একাডেমিক ব্যস্ততার কারণে প্রক্টরের দায়িত্ব পালন করতে সমস্যা হচ্ছে।
এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে একইদিন চবির পালি বিভাগের সহকারী অধ্যাপক অরূপ বড়ুয়া সহকারী প্রক্টর পদ এবং চাকসু কেন্দ্রের বরিষ্ঠ সহকারী পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন।
এর আগে গত বছরের ১২ মার্চ ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রশাসনের বিভিন্ন পর্ষদ থেকে প্রক্টর অধ্যাপক ড. রবিউল হাসান ভূঁইয়াসহ ১৬ জন পদত্যাগ করেন।