ফাইজুল ইসলাম: সৈকত সৌন্দর্যের নগরী বরগুনা জেলা সমিতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্য ও পৃষ্ঠপোষক,বাংলাদেশ যুবলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার শামীম খান ও চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজের প্রভাষক,বাংলাদেশ বেতারের সঞ্চালক আল আমি জয়ের অনুমোদনক্রমে এই কমিটি গঠিত হয়।
শুক্রবার ১০ই ফেব্রুয়ারি শিক্ষা ও গবেষণা অনুষদের আলমগীরকে সভাপতি এবং আইন বিভাগের ফাইজুল ইসলাম ফাহিমকে সাধারণ সম্পাদক করে বরএর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নব গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ- সভাপতি : যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এমাদুল হাসান ও রাকিব হাসান, আইন বিভাগের রাইয়ান আহমেদ ধ্রুব ও শাওন।যুগ্ম সাধারন সম্পাদক- লোক প্রশাসন বিভাগের আল সাকিব, নৃবিজ্ঞানের মীর শান্ত, আরবি বিভাগের শামীম হাসান। সাংগঠনিক সম্পাদক আন্তর্জাতিক সম্পর্কের মামরাজ হোসেন শামিম,দর্শনের তানবীর হোসেন ও ম্যানেজমেন্টের মোহাইমিনুল আলভি শুভ।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাষাবিজ্ঞানের জিসান। অর্থ সম্পাদক- রাকিবুল্লাহ, আইন বিষয়ক সম্পাদক আইন বিভাগের সাইফুল ইসলাম ফাহাদ। সংস্কৃতি বিষয়ক সম্পাদক শাহারিয়ার রহমান হৃদয় ক্রীড়া সম্পাদক আলীম খান।। ছাত্র বিষয়ক সম্পাদক- সাব্বির জোমাদ্দার। ছাত্রী বিষয়ক সম্পাদক- ফাতিমা তিশা,,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এন এইচ শাওন,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এইচ এম সাব্বির হোসেন,ধর্ম সম্পাদক আবদুর রব ইরতিজা,আপ্যায়ন সম্পাদক ইশিতা সাথী,মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো মাহমুদ, পাঠাগার বিষয়ক সম্পাদক ফাল্গুনী বিশ্বাস দুর্গা ও অর্থ বিষয়ক সম্পাদক রাকিবুল্লাহ।
এছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন: নাহিদ আজাদ রুমি, এইচ এম এ কাইয়ুম, দীপ্ত ও মেহেদী সিফাত।
উল্লেখ্য, বরগুনা জেলা ছাত্র সমিতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বরগুনার প্রথম প্রতিষ্ঠিত হওয়া ছাত্র সংগঠন। দক্ষিণ জনপদের শিক্ষার হার সবচেয়ে বেশি বরগুনায়।সততা,সম্প্রীতি ও মানবিকতাবোধের প্রচেষ্টায় কাজ করবে এই সংগঠন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ নানা কার্যক্রমে এই সংগঠনটি শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাবে।
নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
নাজমুল/প্রেজেন্ট নিউজ