রবিউল ইসলাম রেজা, ক্যাম্পাস প্রতিনিধি:
স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন কবি নজরুল সরকারি কলেজ পরিবার থেকে ইউনিট এ পরিনত হলো, গত এক বছর আগে কবি নজরুল সরকারি কলেজ কে বাধঁন কেন্দ্রীয় পরিষদ থেকে পরিবার হিসেবে ঘোষণা করা হয়, এক বছরের পর সেটি ইউনিটে রূপান্তরিত হয়, বাঁধন মূলত একটি অরাজনৈতিক সংগঠন,যারা স্বেচ্ছায় রক্ত দিয়ে থাকেন। মূল স্লোগান ‘একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধন’।
২০২০ সালে কবি নজরুল সরকারি কলেজ এর কয়েকজন শিক্ষার্থীদের উদ্যোগে অনলাইনে রক্তদাতাদের সন্ধান করে, রক্ত সংগ্রহ করে দেওয়ার কাজ শুরু করে তাদের হাত ধরেই পরবর্তীতে বাঁধন সামাজিক সংগঠনটির উপ-শাখা বাঁধন পরিবার গঠন করা হয়।
২০২২ সালের একটি রিপোর্ট প্রকাশিত হয় যে বাধঁন কবি নজরুল সরকারি কলেজ পরিবার প্রায় ১০০০+ ব্যাগ রক্ত ম্যানেজ করে দেয়,এছাড়াও ২২ এর বন্যায় বন্যার্থদের জন্য অর্থিক ফান্ডিং এর ব্যবস্থাও করেছিলেন, এরই ধারাবাহিকতায় সংগঠনটি মুল শাখা স্থাপন করা হয়,সংগঠনটির এটি নিয়ে সারা বাংলাদশে এ ১৪১ টি ইউনিট কাজ করছে।
বাঁধন কবি নজরুল সরকারি কলেজ ইউনিটের ২০২৩ সালের নতুন কমিটি ঘোষণা করা হয়,এতে জোনাল প্রতিনিধি মো: সোহান আল মামুন, সভাপতি মো: মোস্তফা হাসান মাসুদ ও সাধারণত সম্পাদক :মোঃ ইসহাক নুর সহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী নিয়ে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এন.এইচ/