করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। গতকাল রোববার নমুনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে তার। আজ সোমবার বিষয়টি নিজেই নিশ্চিত করেন রাষ্ট্রের প্রধান এই আইন কর্মকর্তা।
করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার পর থেকে নিজ বাসায় আইসোলেশনে আছেন জানিয়ে এ এম আমিন উদ্দিন জানান, কিছু উপসর্গ থাকলেও তার শারীরিক অবস্থা ভালো আছে, সুস্থ আছেন।
এদিকে, রাজধানী ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা ২২ বিচারকের করোনা শনাক্ত হয়েছে। ৪৩ ও ৪৪তম বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নিতে এসেছিলেন তারা। ভাইরাসটিতে আক্রান্তরা সহকারী জজ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদমর্যাদার।
২০২০ সালের ৮ অক্টোবর এ এম আমিন উদ্দিনকে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তার আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি (২০১৯-২০২১) ছিলেন তিনি। আমিন উদ্দিনের আগে অ্যাটর্নি জেনারেল ছিলেন মাহবুবে আলম, তিনি মারা গেলে পদটি খালি হয়।






