এম.এস আরমান,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে অস্ত্র উদ্ধারে র্যাবের অভিযানে প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করায় চায়না বাহিনীর নেতৃত্বে এক যুবকের উপর অতর্কিত হামলার অভিযোগ করা হয়। এবিষয়ে কোম্পানীগঞ্জ থানায় আহত যুবকের মা রৌশন আরা বেগম বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নং ২৪৫৪(৩)/১-২৮/০৬/২০২১।
মঙ্গলবার (২৮ জুন) আহত আব্দুর রহিম (৩০) এর মা রৌশন আরা বেগম (৫০) তার ছেলে ও পরিবারের নিরাপত্তা চেয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কোম্পানীগঞ্জের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্ত্র উদ্ধার অভিযান চলমান থাকায় গত ২৫ জুন শুক্রবার চরএলাহী ইউনিয়নের চায়না বাহিনীর চিহ্নিত সন্ত্রাসী সামছুদ্দিন কে গ্রেপ্তার করে র্যাব-৭। তার সাথে থাকা অন্য সন্ত্রাসীদের গ্রেপ্তারে স্থানীয়দের সহযোগিতা নেন কোম্পানীগঞ্জ থানা প্রশাসন।
এসময় চায়না বহিনীর বিরুদ্ধে তথ্য প্রদানের অভিযোগ এনে গত ২৭ জুন রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় চরএলাহী ইউনিয়নের বাদামতলী বাজার নামক স্থানে মামলার ৩ নং সাক্ষী মাসুদের দোকানের সামনে চায়না বাহিনীর চিহ্নিত সন্ত্রাসী রানা (২৫) পিতাঃ-গোলাপ রহমান, রিপন (২৫) পিতাঃ- শেখ আহম্মদ, আবুল কালাম (৩০) আমির হোসেন, ইমরান হোসেন (২২) পিতাঃ- আজিজুল হক খোকন, সাজু (২৫) পিতাঃ- অজ্ঞাত, মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর রহিমকে এলোপাথাড়ী কোপাইয়া, পিটাইয়া পায়ে গুলি করে আহত করে মৃত ভাবিয়া ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় আহত আব্দুর রহিমকে সিএনজি যোগে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
আহত আব্দুর রহিমের মা রওশন আরা বেগম জানান, আমার ছেলেকে আহত করে মৃত ভেবে সন্ত্রাসীরা যাওয়ার সময় উপস্থিত ব্যবসায়ী ও জনগনকে হুমকি দিয়ে বলে যায় যে, আগামীতেও যদি কেউ তাদের বিরুদ্ধে সাক্ষী বা অভিযোগ দেয় তার পরিনতিও আমার ছেলে আব্দুর রহিমের মত হবে। এছাড়াও মামলা প্রত্যাহার করতে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন আহত আব্দুর রহিমের মা রওশন আরা বেগম।
এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, গতকাল আহত আব্দুর রহিমের মা বাদী হয়ে মামলা করেছেন। আমরা উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা নিতে অভিযান চালাচ্ছি।