জনদুর্ভোগের কথা চিন্তা করে আগামী ১ এপ্রিল বাদ জুম’আ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় মহাসমাবেশের’ নতুন তারিখ ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
আজ সোমবার ২৮ মার্চ পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম এ ঘোষণা দেন।
তিনি বলেন, প্রশাসনের পক্ষ থেকে ৩১ মার্চ বৃহস্পতিবার অফিস আওয়ারের কথা বলে প্রশাসনের পক্ষ থেকে তা পরিবর্তনের অনুরোধ করা হলে আমরাও জনদুর্ভোগের কথা চিন্তা করে তা পরিবর্তন করে শুক্রবার ছুটির দিনে জাতীয় মহাসমাবেশ-এর সিদ্ধান্ত নিয়েছি। তারপরও মহাসমাবেশ নিয়ে কোন প্রকার টালবাহানা সহ্য করা হবে না। যদি মহাসমাবেশে বাধা দেওয়া হয় তাহলে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়বে। আর এর জন্য সরকারকেই দায়িত্বভার বহন করতে হবে।
মুফতী ফয়জুল করীম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি জনজীবনকে চরম দুর্বিষহ করে তুলেছে। সাধারণ মানুষ জীবন নির্বাহ করতে হিমশিম খাচ্ছে। খেটে খাওয়া মানুষের কথা ক্ষমতাসীনরা বেমালুম ভুলে নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
এ সময় উপস্থিত ছিলেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা আব্দুল কাদের, অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী প্রমুখ।
এন.এইচ/