অটোরিকশার লাইসেন্সের নামে টাকা নিয়ে প্রতারণা ও বালু উত্তোলন মামলায় রংপুর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জয়নাল আবেদীন লুতুকে (৩৫) গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) একটি ইউনিট।
সোমবার দুপুরে আরপিএমপি’র হাজির হাট থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে পাঠায়।
কাউন্সিলর লুতু মহানগরীর হাজির হাট কামদেবপুর এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।
রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব বসুনিয়া জানান, কাউন্সিলর লুতুর বিরুদ্ধে সিটি করপোরেশনের অটোরিকশার লাইসেন্স দেয়ার নামে টাকা নেয়া এবং লাইসেন্স ও টাকা ফেরত না দেয়ার অভিযোগে একটি প্রতারণা মামলা হয়। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের মামলায়ও ওয়ারেন্টভুক্ত ছিলেন তিনি। এ দু’মামলায় তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
এন.এইচ/