গাজাসহ পুলিশের হাতে আটক হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী। আজ শুক্রবার দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তাদের হাতেনাতে আটক করেন ইবি থানার এসআই অনিক।
আটককৃত শিক্ষার্থী লোক প্রশাসন বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের তনু শিকদার ও ২০১৭-১৮ শিক্ষাবর্ষের গুলহার মাসুদ রানা রিফাত। তাদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে। তারা দুজনাই ছাত্রলীগের কর্মী।
তনু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তিনি শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের কর্মী ছিলেন। এছাড়া তিনি বর্তমানে মুক্তিযুদ্ধ মঞ্চের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক।






