মুহাম্মাদ আব্দুল আওয়াল, যশোর জেলা প্রতিনিধি: যশোরে বাবা নিজের ছেলেকে বৈদ্যুতিক শক ও নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রবিবার (১৫ মে’২২) গভীর রাতে যশোর সদরের ফতেপুর ইউনিয়নের পূর্ব চাঁদপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, রাতে নিজের কক্ষে ঘুমিয়েছিল রুহুল আমিন (১৬)। বাবা নুরুল তার বাম পায়ে বৈদ্যুতিক তার পেঁচিয়ে শক দেন। এতে মৃত্যু না হওয়ায় পরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। সোমবার নুরুলকে আটক করা হয়। লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আটকের পর নুরুল ইসলাম পুলিশকে বলেন, জমি বিক্রি করে ৪১ লাখ টাকা সংসারের পেছনে খরচ করেছি। এখন পরিশ্রম করতে পারি না। স্ত্রী-ছেলে মিলে আমাকে অমানবিক নির্যাতন করতো। তাই ছেলেকে হত্যা করতে বাধ্য হয়েছি। আমি আমার ফাসি চাই।






