চাঁদাবাজির মামলায় ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রলীগের সাধারণ সম্প্রাদক আবু কালামসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শৈলকুপার থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, শৈলকুপা শহরের কাপড় ব্যবসায়ী ইয়াসিন আলির দায়ের করা মামলায় মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কালাম শৈলকুপা পৌর এলাকার মালিপাড়ার মো. বাসেরের ছেলে। অপর দুজন হলেন- পৌর এলাকার কাজীপাড়ার শমসের আলির ছেলে আকাশ (২৫) ও উত্তরপাড়ার মাজেদ আলির ছেলে সীমান্ত (২৬)।
মামলার বরাতে ওসি বলেন, মঙ্গলবার বেলা ২টার দিকে কামালসহ ৭-৮ জন ইয়াসিন আলীর দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করে।
ইয়াসিন চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে ভয় দেখিয়ে দোকানের ক্যাশবাক্স থেকে ২৭ হাজার ৫’শ টাকা ও ২০ হাজার টাকা মূল্যের শার্ট প্যান্ট ছিনিয়ে নেওয়া হয়।
পরে চলে যাওয়ার সময় কালাম ৭ দিনের মধ্যে দুই লাখ টাকা দেওয়ার জন্য শাসিয়ে যায় বলে এজহারে উল্লেখ করা হয়েছে।






