জামেয়া দারুল মা’আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের পরিচালনায় মাসব্যাপী দারসুল কুরআন কোর্স ১৫ দিনব্যাপী আরবি ভাষা শিক্ষা ও দাওয়াহ কোর্স শুরু হয়েছে।
গত ১ লা রমাদান ৩ রা এপ্রিল জামেয়া দারুল মা’আরিফ আল ইসলামিয়ার কনফারেন্স হলে আরবি ভাষা শিক্ষা ও দাওয়াহ কোর্সের উদ্বোধন করেন পরিষদের উপদেষ্টা আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সভাপতি ড. মুস্তফা কামিল মাদানি। ৭০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে আয়োজিত এই কোর্স ১৫ দিন চলবে বলে জানান আয়োজকরা।
পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আফিফ ফুরকান মাদানির সঞ্চালনায় অনুষ্ঠানে অংশ নেন পরিষদের সিনিয়র সহ সভাপতি মাওলানা নুরুল আমিন মাদানী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এনামুল হক মাদানি, পরিষদের অর্থ সম্পাদক ও কোর্স কো-অর্ডিনেটর মাওলানা মাহমুদ মুজিব, তথ্য ও গবেষণা সম্পাদক
কোর্স কো-অর্ডিনেটর মাওলানা হামেদ ফরিদ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা আরবি ভাষায় দক্ষতা অর্জনের গুরুত্ব , ইসলামি দাওয়াতের নানামুখী তৎপরতা ও কৌশলের কথা উল্লেখ করেন। সেইসাথে সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের কোন বিকল্প নেই বলে যোগ করেন অতিথিরা।
প্রসঙ্গত, পরিষদের ব্যবস্থাপনায় গত দু’বছর আগেও একই বিষয়ে কোর্স পরিচালনা করা হয়েছিল। করোনা মহামারীর কারণে দু’বছর বন্ধ থাকার পর পুনরায় কোর্স চালু করতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন পরিষদ সংশ্লিষ্টরা। অন্যদিকে জামেয়ার মসজিদে প্রতিদিন বা’দ জোহর দারসুল কুরআন কোর্সটি পুরো রমাদান মাসব্যাপী অনুষ্ঠিত হবে বলে সূত্র নিশ্চিত করেছে। জামেয়ার মুহাদ্দিস, শিক্ষক ও প্রাক্তন ছাত্ররা এই কোর্সে কুরআনের তাফসিরসহ নানা বিষয়ে আলোচনা পেশ করবেন বলে জানা গেছে।
এন.এইচ/