ময়মনসিংহের গৌরীপুরে RK BUILDERS(Dealar of crown cement)নিবেদিত গৌরীপুর বিতর্ক সংসদ কর্তৃক আয়োজিত বিশেষ বিতর্ক প্রতিযোগিতা-২০২১ অনুষ্ঠিত হয়েছে,পৌর শহরের হারুন পার্ক সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে আর.কে সরকারী উচ্চ বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন পক্ষ দলের দলনেতা তারেক রহমান।এদিকে অল্প ব্যবধানে হেরে যায় “যুব সমাজের অবক্ষয়ের প্রধান কারন মাদক বিষয়ক”প্রতিযোগিতায় বিপক্ষদলে থাকা গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।
আওলাদ হোসেন জসীম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হওয়া বিতর্কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ রাহাত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ,প্রেস ক্লাবের সাবেক সভাপতি,অগ্রদূত নিকেতন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম.নূরুল ইসলাম,আগমনী বার্তার সম্পাদক আব্দুল্লাহ আল জোনায়েদ,প্যানেল মেয়র নাজিম উদ্দিন আহমেদ রাতুল,আর,কে সরকারী উচ্চ বিদ্যালয়ের সরকারী শিক্ষক আব্দুল মালেক। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন আরিফ রহমান,নূর তাজ লাবন্য ও মুজাম্মেল হক।
এছাড়াও ব্যাবস্থাপনায় থাকা সেচ্ছাসেবী সংগঠন কাশবন, আর.কে ও গার্লস স্কুলের বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।
 
								




