ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিচালিত আন্তর্জাতিক যুব সংগঠন ‘রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি’র ৩২তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার ২০ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গনে বর্নাঢ্য র্যালি আয়োজন করা হয়। যা উদ্বোধন করেন সম্মানিত ক্লাব মডারেটর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির।

উক্ত আয়োজনে রোটারি ক্লাব অব ঢাকা কসমোপলিটনের অতীত সভাপতি রোটারিয়ান তোফাজ্জল হোসেন হিমু, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি’র অতীত সভাপতি দেলোয়ার হোসেন জহির এবং শহীদুল ইসলাম সুমন, ক্লাব সভাপতি রাশেদুল ইসলাম সিয়াম, ক্লাব সচিব আয়শা সিদ্দিকা আশা সহ ক্লাবের নিয়মিত সদস্যগন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, রোটার্যাক্ট ক্লাব অব ঢাকা ইউনিভার্সিটি একটি ক্যাম্পাসভিত্তিক আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন যা ২০ ডিসেম্বর ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয়ে রোটারি ইন্টারন্যাশনাল এর সহযোগী যুব সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।
ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রতিদিনের চিফ রিপোর্টার এ. কে. এম. মঞ্জুরুল ইসলাম। প্রতিষ্ঠালগ্ন থেকে শুরু করে তিন দশক ধরে ক্লাবটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিগত উন্নয়ন এবং নেতৃত্ব বিকাশের উদ্দেশ্যে কাজ করে আসছে।
নিয়মিত আনুষ্ঠানিক সভার পাশাপাশি ক্লাবটি বছরব্যাপী বৃক্ষরোপন, শীতার্তদের শীতবস্ত্র, এতিমদের শিক্ষাউপকরন ও পথশিশুদের ঈদের জামা বিতরণ কর্মসূচি, শিক্ষার্থীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ওয়ার্কশপ, বিশ্বের বিভিন্ন দেশের রোটার্যাক্ট ক্লাবের সাথে আন্তর্জাতিক কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম, বিভিন্ন ঐতিহাসিক স্থানে ‘হেরিটেজ ওয়াক’ ও বার্ষিক ভ্রমণের আয়োজন করে থাকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ থেকে শুরু করে মাস্টার্স পর্যায়ের যেকোনও নিয়মিত শিক্ষার্থীর জন্য বছরের যেকোনও সময় এই ক্লাবের সাথে যুক্ত হয়ে কাজ করার সুযোগ রয়েছে।






