ইসমাইল হোসেন রাহাত, ইবি সংবাদদাতা:
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সভাপতি সাইফুল্লাহ বিন নামরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালেহ আহমদের সঞ্চালনায় ‘সভ্যতা বিনির্মানে রাসুল সাঃ এর অবদান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন এসএফসি ইয়ামি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।
প্রধান অতিথি মনজুরুল করিম মহসিন বলেন, বিশ্বনবী মুহাম্মাদ সাঃ অধিকার হারা, নির্যাতিত ও নিপীড়িত নর-নারীর ত্রাণকর্তা হিসেবে বিশ্বভূবনের রহমত হয়ে আবির্ভূত হয়েছেন। সভ্যতা বিনির্মানে রাসুল সাঃ এর অবদান ছিলো অনস্বীকার্য ও অনুসরণীয়।
তিনি আরো বলেন, রাসুল সাঃ এর আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে ১৯৮০ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া নামে একটি শিক্ষার্থী বান্ধব ছাত্র সংগঠন গঠন করা হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকে যামানার মুজাদ্দিদ হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহঃ) এর পৃষ্ঠপোষকতায় পরিচালিত এ সংগঠন বাংলাদেশের বিশিষ্ট উলামায়ে কিরাম, পীর মাশায়িখ ও ইসলামী চিন্তাবিদগণের দিক নির্দেশনায় বাস্তবমুখী কর্মসূচী ও সুচারু কর্মতৎপরতা নিয়ে সবসময় অগ্রসর হচ্ছে।
অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রেদ্বওয়ানুল হক শিমুল ও ইবি শাখার সাবেক সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ খাইরুল ইসলাম এবং ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।
আর.আই/