এম ওমর ফারুক আজাদ: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ‘প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২২’ আয়োজন করেছে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর।
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন” প্রতিপাদ্য অনুসরণে এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওমর ফারুক এর ব্যবস্থাপনায় ও প্রিয়াঙ্কা চক্রবর্তীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন খামারীগণ গরু-মহিষ, ছাগল, ভেড়াসহ মোটাতাজা বিভিন্ন প্রাণী নিয়ে আসেন।
প্রদর্শনীতে মহিষ ও ভেড়ায় মাওলানা সালাউদ্দীন নানুপুরী, পোল্ট্রিতে ডাঃ আব্দুল কাদের, ছাগলে আব্দুর রাজ্জাক, মডার্ণ ডেইরি ফার্মে জুনু নাথ প্রথম স্থান অর্জন করায় তাদের হাতে সনদ ও ক্রেস্ট তোলে দেন অতিথিগণ।
এর আগে সভায় বক্তারা বলেন, বাংলাদেশ এখন গোখাদ্যে সয়ং সম্পূর্ণ। গত কয়েক বছর আগেও কুরবানির জন্য বাইরের গরুর প্রতি তাকিয়ে থাকতো সবাই। এখন আর বাইরের দেশের দিকে তাকিয়ে থাকতে হয় না, দেশের গরু দিয়ে কুরবানি হচ্ছে। এছাড়াও গরুর নতুন নতুন জাত, ভেড়া,ছাগলের খামারায়ন প্রাণী সম্পদকে শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যেতে সহায়ক ভূমিকা রাখছে। আর এসব সম্ভব হয়েছে একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা ও খামারিদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে।
এছাড়াও আলোচনা পর্বে খামারিদের পক্ষ থেকে প্রদত্ত বক্তব্যে ডেইরি ফার্ম এসোসিয়েশন সভাপতি ও সম্পাদক গোখাদ্যের দাম হ্রাস, সিন্ডিকেট প্রতিরোধ ও গরু চুরি রোধে নিরাপত্তা সহায়তাসহ বিভিন্ন দাবি তোলে ধরেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ফটিকছড়ি উপজেলা ভাইস চেয়ারম্যান সালাম উল্লাহ শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, ফটিক ডেইরি ফার্ম এসোসিয়েশনের সভাপতি মিনহাজ উদ্দীন জসিম প্রমুখ।
এন.এইচ/