মুহাম্মাদ বেলাল হোসাইন, নোয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধি :
নোয়াখালী মাইজদী, দত্তের হাট, এবং সোনাপুর ও এর আশপাশের এলাকায় বেশ কিছুদিন থেকেই শুনছি একটা বিশালাকৃতির হাতির পিঠে চড়ে দুজন লোক রাস্তায় গাড়ি দাড় করিয়ে চালক এবং যাত্রীদের থেকে টাকা নিচ্ছে,যা আমি নিজেই আজ(৫ ডিসেম্বর) প্রত্যক্ষ করি। এসময় রাস্তায় মাঝারি ধরণের যানজট সৃষ্টি হয় এবং বাজারের দোকান গুলো থেকেও টাকা নেয়ার প্রমান পাওয়া গেছে।
স্থানীয় জনগণ জানান এটা একধরনের চাঁদাবাজি সাধারণ মানুষ এঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ চায়।
এ বিষয়ে প্রশাসন কে ইনফর্ম করলে নোয়াখালী সুধারম মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ শাহেদ উদ্দিন জানান এটা বন বিভাগের আওতায় পড়ে এটা আমাদের কাজ নয়।
এরপর নোয়াখালী বন বিভাগের সংরক্ষক ফরিদ মিঞা কে জানানো হলে তিনি জানান এটা চাঁদাবাজি এবং হয়রানির অভিযোগ, এটা পুলিশের কাজ, এখানে আমাদের আগে তাদের পদক্ষেপ নেয়া উচিত।
তবে এখন পর্যন্ত কারো পক্ষ থেকেই কোন পদক্ষেপ নেয়ার আশ্বাস পাওয়া যায় নি।