আল আমীন, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলা- বরিশাল আঞ্চলিক প্রত্রিকার লাইনম্যান, ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে বাসিন্দা মৃত আঃরহমানের ছেলে মোঃখলিলুর রহমান(৩৫) এর বসত-ভিটা জোড় করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সৎ মা গোলেনুর বেগম(৪৪) এর বিরুদ্ধে।
বৃহস্পতিবার ( ১৩ই অক্টোবর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায় অভিযুক্ত গোলেনুর ও তার সহযোগীরা মিলে জমি দখলের চেষ্টা করছে।
স্থানীয়দের বরাত দিয়ে খলিলের মামা সুলতান হাওলাদার জানান,খলিলের মা বকুল বেগম( গোলাপ জান) এর সূত্রে(বকুল বেগমের পালিত বাবা) ১০ শতাংশ জমি খলিলের বাবা আঃ রহমান শিয়ালীকে দেওয়া হয়। খলিলের বয়স যখন ২ বছর তখন তার মা বকুল(গোলাপ জান) মারা যায়। মারা যাওয়ার সময় তার মা একটি ঘরসহ ১০ শতাংশ জমি রেখে যান । তারপর তার বাবা আঃ রহমান শিয়ালী ২য় স্ত্রী হিসেবে গোলেনুর বেগম কে বিয়ে করেন। সেই সংসারে থাকা অবস্থায় তিনি আরো ১০ শতাংশ জমি ক্রয় করেন।দ্বিতীয় বিয়ে করার কয়েক বছর পরে খলিলের বাবার সকল জমি সু কৌশলে হাতিয়ে নেয় গোলেনুর বেগম ।
এদিকে খলিলের বাবা আঃ রহমান শিয়ালী দেড় বছর আগে মারা যান। তার মৃত্যুর পরেই খলিলকে তার বাবা -মায়ের ভিটায় বসবাস করা অবস্থায় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পায়তারা করছেন তার সৎ মা গোলেনুর বেগম। এমনকি জমি তার দাবি করে বিক্রি করে দিয়েছেন বলেও তিনি দাবি করেন।
এদিকে খলিলুর রহমান অভিযোগ করে বলেন,তার মা একটি ঘরসহ ১০ শতাংশ জমি রেখে যান। কিন্তুু তার সৎ মা তার বাবার থেকে কৌশলে জমি দখল করে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বিভিন্ন রকম হুমকি দামকি চালাচ্ছেন।
অপরদিকে অভিযুক্ত গোলেনুর বেগম জানান, তার স্বামী জীবিত থাকা অবস্থায় সকল জমি তার নামে লিখে দিয়ে যায়।যার মধ্যে ১০ শতাংশ জমি গোলেনুর নামে অপর ১০ শতাংশ জমি গোলাপ জান নামে দলিল রয়েছে বলে তিনি দাবি করেন।তিনি সকল জমি বিক্রি করে দিয়েছেন বলেমও জানান।
ভেলুমিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।