মধ্য আফ্রিকার দেশ সোমালিয়ায় সেনা অভিযানে গত ৪৮ ঘণ্টায় অর্ধশতাধিক আল-শাবাব যোদ্ধা নিহত হয়েছে। সোমালিয়ার সেনাবাহিনী রবিবার (১৩ জুন) এ কথা জানিয়েছে। খবর আনাদোলু
এক বিবৃতিতে সোমালি ন্যাশনাল আর্মির কমান্ডাররা রাষ্ট্রীয় গণমাধ্যমকে জানিয়েছে, সোমালিয়ার মধ্যাঞ্চল হিরাম, মধ্য শাবেলি ও দক্ষিণাঞ্চলীয় প্রদেশ লোয়ার শাবেলিতে ওই অভিযানে ওই আল-শাবাব যোদ্ধাদের হত্যা করা হয়েছে। এছাড়া আল-শাবাবের বহু ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়।
কয়েক মাস পরই দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রেসিডেন্ট ও সংসদ নির্বাচন। এ নির্বচন সামনে রেখেই চলছে সামরিক অভিযান। সম্প্রতি মধ্য শাবেলি এলাকায় আরেক অভিযানে ১৩০ আল-শাবাব যোদ্ধা প্রাণ হারান। সূত্র : আনাদোলু