মহিলা শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করার উল্লেখযোগ্য চারটি কারণ তুলে ধরেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী নাদা মুহাম্মাদ নাদিম।
গত বৃহস্পতিবার (২২ শে ডিসেম্বর) গণমাধ্যমের সাথে এক সাক্ষাৎকারে তিনি এই চারটি বিষয় তুলে ধরেন।
সাক্ষাৎকারে তিনি এ চারটি কারণ উল্লেখ করে বলেন, মাহরাম ব্যতীত বিভিন্ন প্রদেশ থেকে নারীদের বিশ্ববিদ্যালয়ে আগমনের পাশাপাশি ছাত্রীবাসে নারীদের অবস্থান করা, ছাত্রীদের হিজাব পর্যবেক্ষনের অভাব, সহশিক্ষার ধারাবাহিকতা ও মেয়েদের জন্য পাঠ্যপুস্তকে এমন কিছু বিষয় আছে যা ইসলামী আইন ও আফগান সংস্কৃতির পরিপন্থী।
তিনি আরো বলেন, “বর্তমান পাঠ্যক্রমে কমপক্ষে ১৬০ টি এমন বিষয় রয়েছে যা নারীদের মর্যাদা ক্ষুন্ন করে ও আফগান সংস্কৃতির বিপরীত।”
তিনি বলেন, “ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান শরিয়া আইনের ভিত্তিতে নারীদের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”
নারীদের উচ্চশিক্ষা স্থগিত করার জন্য আন্তর্জাতিক মহলের বিভিন্ন প্রতিক্রিয়ার জবাবে নাদিম স্পষ্টভাবে তাদেরকে জানিয়ে দেন, “আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ করা উচিত নয়। তারা একদিকে আমাদের বোনদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে আবার অন্যদিকে তারাই আমাদের মুসলিম জনগণের উপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে।”
উল্লেখ্য, গত মঙ্গলবার উচ্চশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিবৃতির মাধ্যমে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান থেকে মহিলা শিক্ষার্থীদের ক্লাস স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র: টোলো নিউজ
এন.এইচ/