ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) গুচ্ছ পদ্ধতিতে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ (০১ নভেম্বর) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত ‘সি’ ইউনিট (বাণিজ্য)-এর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে ১৩৯৯ জন পরীক্ষার্থীর প্রায় শতভাগ অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার হলসমূহ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। তিনি পরীক্ষা কেন্দ্রের পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি ও স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া, প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার(ভারঃ) মু. আতাউর রহমান প্রমুখ এসময় তাঁর সাথে ছিলেন।
‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারই প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়সহ ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে একযোগে সম্পন্ন হলো। আগামীকাল (২ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিট (ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদ)-এর ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।