চরমোনাই জামিয়া রশীদিয়া ইসলামিয়া আহছানাবাদ কওমিয়া শাখার (পুরুষ/মহিলা) সকল শাখা আগামী ৭ মে রোজ শনিবার খোলা হবে। সকাল ১০ থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে।
১২ মে তারিখ রোজ বৃহস্পতিবার পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে। তবে কোন শাখার কোটা পূর্ন হলে ঐ শাখার ভর্তি কার্যক্রম বন্ধ হয়ে যাবে।
তাই নতুন/পুরাতন সকল ছাত্র/ছাত্রীদের অভিভাবকদের কে, খোলার তারিখ ছাত্র/ছাত্রী সহ উপস্থিত হয়ে কোটা পুর্ন হওয়ার পুর্বেই ভর্তি করে দেয়ার নির্দেশ দেয়া হলো।
বিশেষ প্রয়োজনে-01827-562861,01719-562729।