দেশ অবৈধ মোবাইল ফোন বন্ধের প্রযুক্তিগত সহায়তার বিষয়ে সিনেসিস আইটি নামের একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর রমনায় বিটিআরসির কার্যালয়ে এ চুক্তি সই হয়।
বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠানটিকে জামানত জমা দিয়ে চুক্তি করতে হবে ২ ডিসেম্বরের মধ্যে। চুক্তির ১২০ কার্যদিবসের মধ্যে সিনেসিস আইটিকে পুরো ব্যবস্থাটি চালু করতে হবে। এতে প্রতিষ্ঠানটি সময় পাবে আগামী বছরের এপ্রিল পর্যন্ত। আর প্রক্রিয়াগত কাজ শেষ করে দ্রুত এই কার্যক্রম চালুর কথা বলছে বিটিআরসি।
চুক্তি সইয়ের অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক, কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, তরঙ্গ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম শহীদুল আলম, পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল, উপপরিচালক সঞ্জীব কুমার সিংহ এবং সিনেসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক সোহরাব আহমেদ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।