ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফেরদৌস আহমদ নামের সাবেক এক শিক্ষার্থীকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০০৫-০৬ সেশনের শিক্ষার্থী ছিলেন।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ড থেকে তাকে তুলে নেয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
তার বড় ভাই রাজু আহমেদ বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্ত্রীর সঙ্গে ফেরদৌসের সর্বশেষ সন্ধ্যা ৭টা ২ মিনিটে কথা হয়েছে। তিনি আরও বলেন, ফেরদৌসের বিরুদ্ধে থানায় কোনো মামলা বা অভিযোগ ছিল না। তবে কেন তাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে গেল বুঝতে পারছি না। এদিকে, আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মিন্টুরোডে ডিবি কার্যালয়ে খোঁজ নিতে গেলে হেল্প ডেস্ক থেকে বলা হয়েছে, যদি ধরে নিয়ে যাওয়া হয়, তবে পরে আপনাদের সঙ্গে যোগাযোগ করা হবে।
ফেরদৌস আহমদ বর্তমানে রাজধানীর ধোলাইরপাড়ের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। তার গ্রামের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার উলুডাঙ্গায়।