সম্প্রতি ইরান জানিয়েছিল, তারা আবারো ভূগর্ভস্থ পারমাণবিক কেন্দ্রের কাজ শুরু করেছে। এবার প্রথমবারের মতো ভূগর্ভস্থ মিসাইল টানেলের ছবি ও ভিডিও প্রকাশ্যে আনল দেশটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দৃষ্টি আড়াল করতে এই মিসাইলগুলো মাটির নিচে স্থাপন করেছে দেশটি।
ফোর্বস ডটকমের একটি রিপোর্টে বলা হয়েছে, ইউটিউবের একটি ভিডিওতে ইরানের ভূগর্ভস্থ এই মিসাইল দেখানো হয়েছে। এতে দাবি করা হয়েছে, এটি ব্যালিস্টিক মিসাইল চালাতেও সক্ষম।
ইরান বলছে, এসব মিসাইল শত্রুদের ভিত নাড়িয়ে দেবে।এদিকে মিসাইল ব্যবস্থার উদ্বোধনী অনুষ্ঠানের ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি যোগ দিয়েছেন। তিনি বলেন, এসব মিসাইল আমাদের শত্রুদের ভীত করে তুলবে। এছাড়া এসব মিসাইলের কারণে তেহরান তাদের শক্তি প্রদর্শনও করতে পারবে।
ফোর্বসের রিপোর্টে যে ভিডিওটি উদ্ধৃত করা হয়েছে তা ইরানের সামরিক বিষয়ক মিডিয়া আইএমএ থেকে নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। যদিও আসল লঞ্চ প্রক্রিয়া দেখানো হয়নি ওই ভিডিওতে।
সূত্র : ফোর্বস ডটকম