চিত্রনায়ক শাকিব খান ফিরছেন। অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ দিয়ে করোনার বিরতি শেষে পর্দায় হাজির হচ্ছেন তিনি।
‘পুরুষ নামের কলঙ্ক আজ/ নারীর গায়ে হাত তুলিস/ তোরা আবার বড়াই করে নিজেকে পুরুষ বলিস’- এমন কথার গানটি লিখেছেন ‘গালিবয়’ খ্যাত তাবিব মাহমুদ ও দোলন মৈনাক। সুর ও সংগীতায়োজন করেছেন দোলন মৈনাক। এতে কণ্ঠ দিয়েছেন সম্প্রীত দত্ত।
শাকিব খানের সঙ্গে আছেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। ওটিটি প্ল্যাটফর্ম আই থিয়েটার এবং সেলিব্রেটি প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে সিনেমাটি মুক্তি পাবে।
ছবির নির্মাতা অনন্য মামুন বলেন, ‘নবাব এলএলবি’ছবির গান দিয়েই আই থিয়েটার অ্যাপটির বাজারে এলো। শাকিব খানের ছবি দিয়ে আই থিয়েটারের পথচলা শুরু হলো এটা ভাবতে ভালো লাগছে।’
অনন্য মামুন জানান, এ মাসের শেষে ‘নবাব এলএলবি’ মুক্তি পাবে। দেখা যাবে আই থিয়েটার নামে নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মে।