যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের কাছে হেরে গেছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও মার্কিন প্রশাসন এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।
শনিবার (০৭ নভেম্বর) ২৯০ ইলেকটোরাল ভোট পেয়ে হোয়াইট হাউসের টিকিট পান বাইডেন। আর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।
নাম প্রকাশ না করা সূত্রের বরাত দিয়ে সিএনএন জানায়, ওই সূত্র শুনেছেন মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজয় মেনে নিতে বলেছেন। মেলানিয়া সব সময় নিজের মত প্রকাশ করে থাকেন।
তিনি বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে মতামত জানিয়েছেন। এমনকি অনেক সময় প্রেসিডেন্ট ট্রাম্পের বিরোধী মতামতও প্রকাশ করতে দেখা গেছে তাকে।
সিএনএন জানিয়েছে, শুধু মেলানিয়াই নয়। এর আগে নির্বাচনে পরাজয় স্বীকার করার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা জ্যারেড কুশনার। দুটি সূত্র সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদমাধ্যমটি আরও বলছে, শুধু মেলানিয়াই নয়, এর আগে নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার বিষয়টি ট্রাম্পের কাছে তুলেছিলেন তার জামাতা ও জ্যেষ্ঠ উপদেষ্টা জ্যারেড কুশনার।