বর্তমান তরুণ প্রজন্ম নিজস্ব সংস্কৃতি ও ভূখন্ড সম্পর্কে জ্ঞান আহরণ ও সাহিত্য চর্চা থেকে বিমুখ হয়ে ভিনদেশী সাহিত্য-সংস্কৃতি দ্বারা প্রভাবিত হচ্ছে।তাই শিক্ষাবিদ,সমাজ সচেতন ব্যক্তিবর্গের পরামর্শক্রমে একদল ছাত্রসমাজ সাহিত্যচর্চা বিকাশের লক্ষ্যে গঠন করেছে বিকিরণ সাহিত্য পরিষদ।
শুক্রবার (৬ নভেম্বর) বরিশাল চৌমাথা লেকের পাড়ে বিকিরণ সাহিত্য পরিষদের আয়োজনে ‘উদীয়মান কবির খোঁজে-ফেসবুক এপিসোড’-এর পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র নুরুল্লাহ ফরাজী এবং তুষার ইমরান
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,” দেশের বর্তমান সংকট হলো তরুণ প্রজন্মের প্রতিভা বিকাশে সরকার কার্যকর ভূমিকা পালন করছে না। ফলে তারা মাদকাসক্ত, ইন্টারনেট অাসক্ত হয়ে গুরুত্বপূর্ণ সময় নষ্ট করছে। এদের খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে সাহিত্য সংগঠন বিকিরণকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে “
প্রতিযোগিতায় ১ম স্হান অধিকার করেনঃ আব্দুল্লাহ নোমান (বরগুনা সরকারি কলেজ)
২য় স্হান অধিকার করেন বিশিষ্ট সাহিত্যিক রুহ রায়
৩য় স্হান অধিকার করেন চট্টগ্রাম কোর্টের উকিল ও সাহিত্যিক, লেখক জাহাঙ্গীর আলম
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা।