যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন মঙ্গলবারে অনুষ্ঠিত হলেও আমরা এখনো কোনো বিজীয় পাইনি। এখন পর্যন্ত যা পরিস্থিতি, তাতে এগিয়ে রয়েছে বাইডেনই।
যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে অনিশ্চিয়তার এখনও অবসান হয়নি। ভোটের তিন দিন পার হয়ে গেলেও গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে ভোট গণনা চলছে। যে পরিমাণ ভোট গণনা ও ফল জানা গেছে তাতে দেশটির পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, তা চূড়ান্ত করে বলা যাচ্ছে না। এখন পর্যন্ত এগিয়ে আছেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন।
প্রায় ৮৯% ভোট গণনা শেষে নেভাদায় ১১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন।
জর্জিয়া, পেনসিলভানিয়া, অ্যারিজোনা, নেভাদা, নর্থ ক্যারোলাইনায় এখনও ভোট গণনা চলছে। এই অঙ্গরাজ্যগুলোর ফল প্রকাশিত হলে জানা যাবে পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে এগিয়ে রয়েছেন বাইডেন। তবে বিষয়টি যদি আদালতে গড়ায় তাহলে ম্যাজিক ফিগার পেয়েও নিজেকে জয়ী বলতে পারবেন না বাইডেন। অপেক্ষা করতে হবে সুপ্রিম কোর্টের রায়ের।
পেনসিলভানিয়ায় ট্রাম্পের এগিয়ে থাকার ব্যবধান ২০ হাজার ভোটে নেমে এসেছে। সেখানে এখনো লক্ষাধিক ভোট গণনা বাকি।
অ্যারিজোনায় বাইডেন অনেক ভোটে এগিয়ে থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে ৭ হাজার ভোটে। আলাস্কা ও নর্থ ক্যারোলাইনায় এখনো ভোট গণনা চলছে, দুই রাজ্যেই এগিয়ে রয়েছেন ট্রাম্প।
সূত্র : বিবিসি