মাহবুব নাহিয়ান:
ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে উদ্দেশ্য করে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান রাজধানীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ এর শিক্ষার্থীরা ক্যাম্পাসের সম্মুখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানবন্ধন থেকে ফ্রান্স সরকারের পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে অপমানের নিন্দা জানানো হয়। ফ্রান্স প্রেসিডেন্ট ম্যাক্রোকে মুসলিম বিশ্বের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা। অন্যথায় ফ্রান্স বয়কট আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা করোনাকালীন অর্থনৈতিক সংকটে পড়াশোনা চালিয়ে যেতে কলেজ কর্তৃপক্ষের নিকট ভর্তি ফি ও বেতন কমানোরও দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইয়ূথ সার্কেল ঢাকা মহানগর পূর্বের সদস্য মোঃ মাহবুবুর রহমান, কলেজের শিক্ষার্থী লাবিব হাসান, সজল, কামরুল, হাসানুজ্জামান, সহ একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।