মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে ১৬ নভেম্বর প্রধানমন্ত্রী কাছে স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দলসমূহ। ওইদিন সকাল ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে এ স্মারকলিপি প্রদান করা হবে।
আজ মঙ্গলবার সংগঠনটির এক বৈঠক থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান ছাড়াও বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে সর্বদলীয় মতবিনিময় সভা এবং আগামী ২৮ নভেম্বর জাতীয়ভাবে শানে রিসালাত সম্মেলনের কর্মসূচি ঘোষণা করা হয়।
বৈঠকে ইসলামী দলের নেতারা বলেন, সরকার যদি ফ্রান্সের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ও দেশটির পণ্য বর্জন না করার উদ্যোগ গ্রহণ না করে তাহলে আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবো। তারা ঈমানি দাবিতে তৌহিদী জনতার সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক আন্দোলনে সহযোগিতা করার জন্য প্রশাসন ও সচেতন দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
মাওলানা আবু তাহের জিহাদী আল কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো উপস্থিত ছিলেন, সম্মিলিত ইসলামী দলসমূহের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা মহিউদ্দীন রব্বানী, সম্মিলিত ইসলামী দলসমূহের সমন্বয়ক ড. মুফতি খলিলুর রহমান মাদানী, জনসেবা আন্দোলনের চেয়ারম্যান মুফতি মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী মীরেরসরাই পীর সাহেব, মাওলানা আব্দুল মুমিন নাসিরী ও মাওলানা আজিজুর রহমান আজিজ।