শুক্রবার (৩০ অক্টোবর) আমেরিকার নিউইয়র্কে সংবর্ধিত হলেন শায়খুল হুফফাজ আলহাজ্ব হাফেজ কারী নাজমুল হাসান।
নিউইয়র্কের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম নিউইয়র্ক ও আই টিভি ইউএসএর যৌথ উদ্যোগে মহাগ্রন্থ আল-কুরআনের মাশক এবং সহি-শুদ্ধভাবে কুরআনের প্রচার ও প্রসারে অবদান রাখায় এ সম্মাননা প্রদান করা হয়।
দারুল উলুম নিউইয়র্কের টিচারস মিলনায়তনে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম নিউইয়র্কের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মোহাম্মদ বরকতুল্লাহ, আই টিভি ইউএসএর কর্ণধার মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, দারুস সালাম মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মুকিত এবং দারুল উলুম নিউইয়র্কের শিক্ষকবৃন্দ।
জানা গেছে, পূর্বে তিনি নিউইয়র্কের বিভিন্ন প্রতিষ্ঠানে আল কুরআনের মাশক করান।
বর্তমানে হাফেজ নাজমুল হাসান আমেরিকা সফরে আছেন। ইতিমধ্যে তিনি আমেরিকার ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, টেক্সাস সহ বিভিন্ন রাজ্যের মাদ্রাসাগুলোতে আল-কুরআনের মাশক করিয়েছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, তিনি বাংলাদেশের হিফজুল কুরআনের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ যাত্রাবাড়ীর প্রতিষ্ঠাতা পরিচালক। পাশাপাশি বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর হিসেবে সুপরিচিত এবং শায়খুল হুফফাজ হিসেবে সকলের কাছে সমাদৃত।