নিজের আপত্তিকর অশ্লীল কার্টুন প্রকাশ করায় ফরাসী সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে মামলা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। বুধবার তিনি ম্যাগাজিনটির বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন।
রয়টার্স জানিয়েছে, এরদোগানকে নিয়ে যে ব্যাঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে, তার কভারে দেখা গেছে, এরদোগান একটি সাদা টি-শার্ট পরে বসে আছেন। হাতে একটি ক্যানের ভেতর পানীয় জাতীয় দ্রব্য রাখা এবং পাশে দাঁড়িয়ে আছে ইসলামিক হিজাব পড়া এক নারী।
মহানবী হযরত মুহাম্মদকে সা. কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে গোটা বিশ্বজুড়ে। ফ্রান্সের বিরুদ্ধে এককাট্টা হয়েছে মুসলিম দুনিয়া। আর তার নেতৃত্বে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এর্ডোয়ান। এবার তাঁকে নিয়েই এক কদর্য ও অশালীন ব্যঙ্গচিত্র প্রকাশ করল কট্টর মুসলিম বিদ্বেষী পত্রিকা শার্লি হেবদো।
বুধবার ফরাসী সাময়িকীটিতে এর্ডোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ হওয়ায় চটেছে তুরস্ক। প্রেসিডেন্ট এর্ডোয়ানের যোগাযোগবিষয়ক পরিচালক ফাহরেত্তিন আলতুন ব্যঙ্গচিত্র প্রকাশের সমালোচনা করে বলেছেন, ‘ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো মুসলিমবিরোধী অ্যাজেন্ডার ফলেই এমন ব্যঙ্গচিত্র প্রকাশের দুঃসাহস দেখাতে পেরেছে শার্লি হেবদো’র দায়িত্বপ্রাপ্তরা। এটি সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়ানোর ঘৃণ্য প্রচেষ্টা।’ প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহীম কালিন টুইটারে লিখেছেন, ‘আমাদের প্রেসিডেন্টকে জড়িয়ে যে চিত্র প্রকাশ করা হয়েছে, যেখানে কোনও বিশ্বাস, পবিত্রতা এবং মূল্যবোধের প্রতি শ্রদ্ধা নেই। কারও ব্যক্তিগত অধিকারের উপরে আক্রমণ হাস্যরস কিংবা মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না।’
তুর্কি যোগাযোগ অধিদফতর বলছে, আমাদের জনগণের সন্দেহ নেই যে প্রশ্নবিদ্ধ ব্যাঙ্গচিত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় সব আইনগত ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হবে।