১৬ অক্টোবর থেকে সারা দেশের সিনেমা হলগুলোতে চলচ্চিত্র প্রদর্শনের অনুমতি দিয়েছে তথ্য মন্ত্রণালয়।
কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতিতে যথাযথ স্বাস্থ্যবিধি পালন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে সিনেমা হলের আসন সংখ্যার কমপক্ষে অর্ধেক খালি রাখা সাপেক্ষে এ অনুমতি দিয়ে তথ্য মন্ত্রণালয় বুধবার একটি পত্র জারি করেছে।
এর আগে চলচ্চিত্র অঙ্গনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ১৬ অক্টোবর থেকে সিনেমা হল খোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন।
তবে সিনেমা হল খুলে দেয়া হলে অবৈধভাবে যিনা-ব্যভিচার বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন সচেতন নাগরিকগণ। একাধিক সচেতন নাগরিক বলেন, দেশে যিনা-ব্যভিচার ও ধর্ষণের মত ঘৃণ্য অপরাধ যখন চরমে তখন সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্ত মোটেও সুখকর নয়। তারা বলেন, সরকারের উচিত এ সিদ্ধান্ত থেকে সরে আসা।