বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের তিন নেতাকে গতকাল দুপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
এই তিনজনই হলেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম ও মোঃ সোহরাব হোসেন এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মোঃ নাজমুল হুদা।এর মধ্যে দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাতেমা ফরাজি বিথির দায়ের করা এক ধর্ষণ মামলার আসামী।
পুলিশ কর্মকর্তারা বলছেন,মামলা-সংক্রান্ত ঘটনায় তথ্য জানার জন্য তিনজনকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। আলোচনার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।