শনিবার সীতাকুণ্ডে নিজ গ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সালেহ উদ্দিন সিফাতের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে গতকাল রোববার (৮ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ কর্মসূচি পালিত হয়।
এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ডাকসু ভিপি নুরুল হক নুরু, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহমুদুল হাসান, বাংলাদেশে জাসদ সমর্থিত বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মাহফুজুর রহমান রাহাত, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতা রাশেদ খাঁন সহ অন্যান্য ক্রিয়াশীল সংগঠনের নেতৃবৃন্দ।
জানা গেছে সালেহ উদ্দিন সিফাত বিশ্ববিদ্যালয়ে ছাত্র অধিকার পরিষদের রাজনীতির সাথে জড়িত থাকায় এলাকার সরকার দলীয় ছাত্র সংগঠনের কর্মীরা তার উপর হামলা করে ফেসবুকেও তা প্রচার করে। হামলার পরবর্তীতে তার পিতাকেও বিভিন্ন মহল থেকে হত্যার হুমকি দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা সালেহ উদ্দিন সিফাত সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন প্রান্তে হামলার প্রতিবাদ ও বিচার দাবী করেন।