গতকাল বুধবার সকাল থেকে হঠাৎ পানি বৃদ্ধিতে শঙ্কিত বরিশালের কয়েকটি উপজেলার মানুষ। সরেজমিনে দেখা গেছে আজ বিকেলে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত জয়ন্তী নদীর পার্শ্ববর্তী এলাকা গুলোয় রাস্তাঘাট প্লাবিত হয়ে গেছে। এতে করে সফিপুর থেকে মুলাদী গামী যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
এছাড়াও মুলাদী-মীরগঞ্জ প্রধান সড়কের অন্তত এক কিলোমিটার এলাকা রয়েছে পানির নিচে। উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চলের পর দক্ষিণাঞ্চলের এই থানা গুলো হঠাৎ পানি বৃদ্ধিতে জনমনে আতঙ্ক বিরাজ করছে।
সর্বসাধারণের মাঝে এ ধারণা জন্মেছে যে বৃহস্পতিবার সকাল নাগাদ পানি নেমে না গেলে বানের পানি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে করে সহস্রাধিক মাছের ঘের পুরোপুরি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে নদীতে স্রোত বেশি হওয়ায় খেয়ার ট্রলার চালাতে বেগ পেতে হচ্ছে মাঝিদের। আর বাড়তি ভাড়া দিয়ে তার মাশুল গুনতে হচ্ছে সাধারণ যাত্রীদের। আজ সফিপুর খেয়াঘাট এবং মীরগঞ্জ খেয়া ঘাটের একাধিক যাত্রী এমন অভিযোগ করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কলেজ শিক্ষক বলেন, “মীরগঞ্জ খেয়াঘাট যেন মগের মুল্লুক। এখানে ইজারাদাররা যা ইচ্ছে তাই করেন। ঘাটে টেবিল বসিয়ে ভাড়া তোলেন আবার নিজেদের পরিচিত ট্রলার রেখে রিজার্ভ বলে অতিরিক্ত ভাড়া আদায় করেন। স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না সাধারণ যাত্রীরা।”