ডেভেলপারস ফোরাম উত্তরা (ডিএফইউ)-এর ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের টাইম ফর সাইন রেস্টুরেন্টে এই আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূঁইয়া।
এ সময় আরো বক্তব্য রাখেন ফোরামের প্রধান উপদেষ্টা সাইদুল ইসলাম বাদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেভেলপারস ফোরাম উত্তরার সভাপতি মো. ইব্রাহিম সরকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন এবং অর্থ সম্পাদক শফিকুল ইসলাম বাদল।
উক্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের কার্যকরী সদস্য অধ্যক্ষ সালাহউদ্দিন ভূঁইয়া।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ডেভেলপারস ফোরাম উত্তরা দীর্ঘ ১৫ বছর ধরে ডেভেলপারদের অধিকার রক্ষা, পরিকল্পিত নগরায়ণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও এই সংগঠন উত্তরা ও রাজধানীর উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রিহ্যাবের সম্মানীত ডিরেক্টরগণ এবং সংগঠনের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।






