উত্তরায় অবৈধ ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে ট্রাফিক পুলিশের অভিযান
এইচ এম মাহমুদ হাসান।
রাজধানী উত্তরার কামারপাড়া এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধে অভিযান পরিচালনা করেছে ট্রাফিক পুলিশ।
২৯ সেপ্টেম্বর’২৪ রবিবার সকাল থেকে দিন ব্যাপী অভিযান পরিচালিত হয়েছে । অভিযানটি পরিচালনা করেছেন ট্রাফিক উত্তরা পশ্চিম জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ ফেরদাউছ হোসেন।
অভিযান পরিচালনা কালে তিনি বলেন, মূল সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার ব্যবহার ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটি বড় সমস্যা। এসব যান হুটহাট সড়কে চলে আসছে। সাথে আছে ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম।এই পুলিশ কর্মকর্তা আরো বলেন, ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণ করার পাশাপাশি মূল সড়কে যেন অযান্ত্রিক যান চলাচল করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, ডিএমপির ট্রাফিক বিভাগের নির্দেশিত ছক অনুযায়ী ৮টি ট্রাফিক বিভাগ থেকে ব্যাটারি চালিত অবৈধ রিকশা, অবৈধ যানবাহন, মাটি ও বালি বহনকারী ট্রাক ও হকারদের তালিকা সংগ্রহ করা হচ্ছে। সেই তালিকা পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই অভিযান অব্যাহত থাকবে।
দুর্ঘটনার সংবাদের সঙ্গেই এখন অটোরিকশা শব্দটি জড়িয়ে থাকে। তথ্য অনুযায়ী,রাস্তায় অটোরিকশার এই দৌরাত্ম্য বন্ধ করতে সরকারকে গুরুত্ব দিয়ে ভাবতে হবে এবং তাদের বিকল্প চিন্তা করতে হবে রাজধানী থেকে শুরু করে সারাদেশে চালিয়ে যেতে হবে অটোরিকশা বন্ধের এই চলমান অভিযান।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, অত্র জোনের টিআই/সার্জেন্ট ও কনস্টেবলবৃন্দ।






