চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটির আত্মপ্রকাশ
এইচ এম মাহমুদ হাসান।
মানবিক ও আদর্শ ইউনিয়ন পরিষদ গঠনে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি এর আত্মপ্রকাশ হয়েছে।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর’২৪ রাজধানী কাওরান বাজারস্থ ৩ তারকা হোটেলে এক অনাড়াম্ভর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন পরিষদের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
উক্ত সভায় শিল্পপতি, ব্যবসায়ী ও সাংবাদিক’সহ বিভিন্ন পেশায় নিয়োজিত বিভিন্ন
পেশার ব্যক্তিবর্গসহ উক্ত ইউনিয়নের স্থায়ী বাসিন্দাগণ
উপস্থিত ছিলেন।
সকলের উপস্থিতিতে ৭ (সাত) সদস্য বিশিষ্ট সম্মানিত উপদেষ্টা পরিষদ গঠিত হয়। সম্মানিত উপদেষ্টা যথাক্রমে ড. ইকবালুর রহমান, সহযোগী অধ্যাপক আলমগীর হোসেন বাহার, মোঃ দেলোয়ার হোসেন, অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া , জনাব মোঃ মোফাজ্জল হোসেন, প্রফেসর মোঃ শহিদুল্লাহ ও লায়ন জিএম ইমাম হোসেন ইমন।
উক্ত আলোচনা সভায় সকলের মতামতে ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন যথাকক্রমে আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ রেজওয়ানুল হাসান -সভাপতি, আলহাজ্ব মোঃ আবুল খায়ের-সহ-সভাপতি-১, দ্বীন মোহাম্মদ পাটোয়ারী (মারুফ)-সহ-সভাপতি-২, ডাঃ এমএইচআর রেজাউল করিম সহ-সভাপতি-৩, আলহাজ্ব মোঃ আমিরুল ইসলাম-সাধারণ সম্পাদক, আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ শরিফুল ইসলাম খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক-১, মোঃ বিল্লাল হোসেন-অর্থ সম্পাদক, আহমদ খাঁন-সাংগঠনিক সম্পাদক, মোঃ বেলায়েত হোসেন-সমাজ কল্যাণ সম্পাদক, ইঞ্জিনিয়ার মীর মোঃ রাসেল খাঁন-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক,গৌতম চন্দ্র মজুমদার-সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক, মোঃ বেলায়েত হোসেন-
প্রচার ও প্রকাশনা সম্পাদক, মোঃ জহিরুল ইসলাম আকন্দ-শিক্ষা ও প্রকল্প সম্পাদক, এডভোকেট মোঃ মাসুদ আলম-আইন বিষয়ক সম্পাদক, এইচএম এডভোকেট দিদার আলম-দপ্তর সম্পাদক,
কার্যনির্বাহী সদস্যরা হলেন, সৈয়দ মর্তুজা কামাল, মোঃ সালাউদ্দিন কাদের, মোঃ জসিম উদ্দিন, মোঃ শাহ-জালাল ও মুহাম্মদ নুরুন্নবী।
সভায় ১০ নং গন্ধর্ব্যপুর (দক্ষিণ) ইউনিয়ন ওয়েলফেয়ার সোসাইটি’র উন্নতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি হয়।